লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে ডোবার পানিতে ডুবে শিমলা (৪) ও মাঈন (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ২ নং ঈশ্বরদী ইউনিয়নের জুকাদহ গ্রামে এ ঘটনা। মৃত শিমলা ওই গ্রামের আলীর মেয়ে ও মাঈন রিপন আলীর ছেলে। নিহতের স্বজনরা জানান, সকাল থেকেই নিখোঁজ ছিল দুই শিশু। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবার পানিতে তাদের ভাসতে দেখেন স্থানীয়রা। পরে উদ্ধার করে পাশ্ববর্তী ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।