বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় ৬ কেজি গাঁজা সহ একজনকে আটক করেছেন বাগাতিপাড়া মডেল থানার একটি চৌকস টিম।
আজ বুধবার সকাল সাড়ে আটটায় গোপন তথ্যের মাধ্যমে বাগাতিপাড়া পৌরসভার বিহারকোল বাজারে কামালের চা স্টল থেকে লিটন(৩০) নামের এক ব্যাক্তিকে আটক করে তল্লাশির মাধ্যমে তার নিকট ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো ৪ টি পোটলাতে মোড়ানো ১ কেজি ৫০০গ্রাম করে মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করেছেন। অভিযুক্ত লিটন নাটোর সদর থানার বড়বড়িয়া(কুমিল্লাপাড়ার) মৃত মজনু আলীর ছেলে। বাগাতিপাড়া মডেল থানার থানার এস আই মোস্তফা কামালের নেতৃত্বে এ এস আই ছামচুজ্জোহা ও এ এস আই তামজিদুর সহ সঙ্গীও ফোর্স অভিযান পরিচালনা করেন। আটককৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা গ্রহণ করে নাটোর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান মামলার তদন্তকারী অফিসার এস আই শিবলী জামান।