বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বজ্রপাতে বেলাল মিয়াজী (৪৪) নামে এক কৃষকের মৃত্যু এবং সোহেল রানা (২৭) নামে একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলা জোয়াড়ী ইউনিয়নের ভবানিপুর এলাকায় ওই ঘটনা ঘটে। বেলাল মিয়াজী ভবানিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
জানা যায়, বেলাল ও সোহেল বাড়ী সংলগ্ন মাঠে ধানের জমিতে কাজ করছিলেন। এময় বজ্রপাত হলে বেলাল মিয়াজী ঘটনাস্থলেই মারা যান। আর সোহেল রানা গুরুতর আহত হলে স্থাণীয়রা তাকে উদ্ধার করে বনপাড়ায় একটি ক্লিনিকে ভর্তি করেছেন।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।






