প্রান্তজন রিপোর্ট: দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া স্কুল এন্ড কলেজে রবিবার স্বেচ্ছাসেবী যুব সংগঠন গ্রীন ফাউন্ডেশনের উদ্যোগে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষনে এক আলোচনা সভা ও চারাগাছ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির আয়োজনে অধ্যক্ষ জনাব মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন,দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বশিরুল আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী বন সংরক্ষক, মাসুম আলম, ভাদুরিয়া স্কুল এন্ড কলেজের সভাপতি, মোঃ আমির হোসেন, চরকাই রেঞ্জ কর্মকর্তা, নিশিকান্ত মালাকার ও প্রভাষক মোঃ আব্দুল হামিদ সহ অন্যান্য শিক্ষক বৃন্দ। ভাদুরিয়া কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবী সংগঠক ও গ্রীন ফাউন্ডেশনের সভাপতি মোঃ আরাফাত রহমান। বক্তারা পরিবেশ জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন ও উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করেন।