লালপুর প্রতিনিধি: নুরুল ইসলামের পুত্র আকবর আলীর সাথে রাখিয়া বেগমের ৬মাস পূর্বে বিবাহ হয়। বিবাহের পর থেকে সম্পদ ও যৌতুক লোভী আকবর আলী রাখিয়ার পূর্বের স্বামীর সম্পদ বিক্রয় করে বড়বড়িয়া লালপুরে জমি কিনার কথা বলে। রাখিয়ার পূর্বের স্বামী মৃত্যুবরণ করলে রাখিয়া আকবর আলীকে দ্বিতীয় বিয়ে করে। রাখিয়া আকবর আলীকে দুটো মহিষ কিনে দেয় এবং বেশ কিছু মোটা অংকের টাকা যৌতুক হিসেবে দেয়। আকবর আলীর আরো ৫ লক্ষ টাকার দাবী, তার দাবীকৃত টাকা পূরণ না করিলে রাখিয়া বেগমের প্রতি শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। নারী ক্ষেকো আকবর আলীর পূর্বের স্ত্রী ও মারা গেছে। এই হত্যা মামলা ধামা চাপা দেওয়ার জন্য স্থানীয় মহল বিষপানে আত্মহত্যা করেছে বলে প্রচার করছে। এই ব্যাপারে লালপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং- ২৪/২২। অপমৃত্যু মামলার বাদী নজরুল ইসলাম তিতাস জানেনা যে অপমৃত্যুর মামলা হয়েছে। পরে রাখিয়ার ভাই মোঃ নবীর আলী, পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- গয়লার ঘোপ, জামনগর, থানা বাগাতিপাড়া, জেলা- নাটোর, বাদী হয়ে মাননীয় নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল নাটোর আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ১৫২। বিজ্ঞ আদালত লালপুর থানার ওসিকে মামলাটি এজাহার হিসেবে গণ্য করে আসামী আকবর আলী, মোস্তফা (মাস্ত), মোঃ মজিদ, মোছাঃ আঞ্জুয়ারার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন। এদিকে প্রভাবশালী মহল মামলাটি ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করেছেন। মামলার বাদী নবীর আলী তার বোন হত্যার বিচার চায়।