বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টম্যান্ট এন্ড কমার্স (আইএফআইসি) ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে পৌর সদরের লক্ষ্মীকোল বাজারের রাজু টাওয়ারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্যাংকের পাবনা শাখার ম্যানেজার (অপারেশন) মো: রকিবুল হাসান। বড়াইগ্রাম উপশাখার অফিসার ইনচার্জ আমীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে গ্লোবাল ইসলামী ব্যাংকের লক্ষ্মীকোল শাখার ব্যবস্থাপক মশিউর রহমান, সাধারণ বীমা কর্পোরেশনের সাবেক ব্যবস্থাপক প্রকৌশলী আবুল কালাম আজাদ, লক্ষ্মীকোল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শ্রী রঞ্জিৎ কুন্ডু, উপজেলা প্রেসক্লাব সভাপতি যুগান্তর প্রতিনিধি অহিদুল হক, লালপুর উপশাখার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম ও ব্যবসায়ী আশীষ কুমার সান্যাল বক্তব্য রাখেন। এর আগে অতিথিরা ফিতা কেটে উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।






