সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪০০পিচ ইয়াবা ট্যাবলেট। বুধবার দুপুরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর-এ-আলম সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বামিহাল-দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হল দূর্গাপুর গ্রামের বাবলু আকন্দ এর ছেলেন আশিক আকন্দ (২০) ও হাতিগাড়া গ্রামের মৃত; নজিবুর রহমানের ছেলে আজমল হোসেন (২২)।






