প্রান্তজন রিপোর্ট: ৯ ভাই বোনের জমি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নাটোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ারকে কারাগারে প্রেরণ করেছে আদালত। বুধবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-০৪ এর বিচারক আবু সাঈদ তাকে জেল হাজতে প্রেরণ করেন। নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, গোলাম সারোয়ারের ছোট ভাই মুফতি মাওলানা মো: শফী কাসেমীর স্বাক্ষর জ্বাল করে ২০২১ সালের ১২ জুলাই বাটোয়ারা দলিল করেন। এরপর সদর উপজেলার একডালা এলাকার পৈত্রিক সম্পত্তির ১০৪ শতাংশ জমি দখল করে গোলাম সারোয়ার দখল করে ভোগ করছেন। এই ঘটনায় ২০২১ সালের ১১ অক্টোবর মুফতি মাওলানা মো: শফী কাসেমী বাদি হয়ে আদালতে মামলা করেন। মামলার নির্ধারিত দিনে আজ বুধবার গোলাম সারোয়ার আদালতে হাজির হলে আদালত জেল হাজতে প্রেরণ করে। গোলাম সারোয়ারের ছোট ভাই আলম অভিযোগ করে বলেন,” আমরা তার ভাই হয়েও তার ক্ষমতার অপব্যবহারের শিকার হয়েছি। যখনই আমরা আমাদের প্রাপ্য সম্পত্তির ভাগ চেয়েছি তখনই আমাদের উপর সন্ত্রাসী কায়দায় বিভিন্ন চাপ সৃষ্টি করেছেন তিনি।”
এ ব্যাপারে নাটোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল বলেন, গোলাম সারোয়ারের বিগত ১০ বছরের রাজনীতিই বিএনপির মূল ধারার রাজনীতির বাহিরে। তার তৃণমুল বিএনপির কর্মীদের সাথে তেমন বোঝাপড়া নেই। দল‌ তার এই অপকর্মের দায় নেবে না।