নলডাঙ্গা প্রতিনিধি : জ্বালানী তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে নাটোরের নলডাঙ্গায় পুলিশি বাধা উপেক্ষা করেও বিক্ষোভ-সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর আওতায় সোমবার (২৯ আগষ্ট) দুপুর ১২টার দিকে উপজেলা বিএনপির উদ্যোগে নলডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে এই বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। পরে তারা একটি মিছিল বের করে মাঠ প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুবদল সভাপতি মামুনুর রশীদ খান, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পিন্টু, সাবেক ছাত্রদল নেতা গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রদল আহবায়ক মোঃ সুমন প্রমুখ। এসময় দলের বিভিন্ন অংগ সংগঠনের কয়েক’শ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সরকার দ্রব্য মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে বেকায়দায় ফেলেছে। সার, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, লোডশেডিংসহ নানা প্রতিবন্ধকতায় দেশের মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। তাই আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে।






