নাটোর প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ গণগ্রন্থাগারের আয়োজনে দুর্বার পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদে এই কর্মসূচির আয়োজন করা হয়। জেলা কৃষকলীগের সভাপতি কামাল উদ্দিন মোল্লার সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ও দুর্বার সম্পাদক আব্দুল মতিন। গণগ্রন্থাগারের আজীবন সদস্য প্রশান্ত কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান চঞ্চল, দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বিদ্যুৎ, হালসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, নাটোর প্রেসক্লাবের সহ-সভাপতি ও যুগান্তর প্রতিনিধি শহীদুল হক সরকার ও লালোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, আশফাকুল আলম ও সুমন প্রামানিক প্রমুখ। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও সাহিত্য পত্রিকা দুর্বারের শোক দিবস সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। বক্তারা একটি সাধারণ গ্রামে এমন সুন্দর গণগ্রন্থাগার স্থাপন এবং সেখান থেকে গুরুত্বপূর্ন নানা ইস্যুতে দুর্বার পত্রিকার সংখ্যা প্রকাশ করাকে সাধুবাদ জানান।