লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে আল আমিন (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছে। রবিবার ভোরে উপজেলার কেশববাড়ীয়া গ্রামে এই ঘটনা ঘটে। সে উপজেলার ওই গ্রামের আবুল কালামের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান এ বিষয়ে জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে ।