বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে পানিতে গোসল করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা বিল এলাকায় এ ঘটনা ঘটে। যুবকের নাম কানু আলী (২৫)। তিনি গুরুদাসপুর উপজেলার ধারাবাড়িষা ইন্দিরাপাড়া গ্রামের জাঁন মোহাম্মদের ছেলে। স্থানীয় যুবক উজ্জল হোসেন বলেন, গোসল করার জন্য জোনাইল-ধারাবারিষা রাস্তার চামটা বিলের ব্রীজের উপর থেকে কানু আলী পানিতে লাফ দেয়। এ সময় সে পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে মৃত অবস্থায় উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, থানায় কেউ অভিযোগ করে নাই। লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।