নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় অসুস্থ কুকুরের পাশে গিয়ে চিকিৎসা সেবা প্রদান করেছে বিবিসিএফ। বৃহস্পতিবার (২৫শে আগষ্ট) রাতে নলডাঙ্গা পৌর বাজারের কেন্দ্রীয় মসজিদ মোড়ে একটি কুকুর অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, এমন সংবাদ পেয়ে চিকিৎসার জন্য ছুটে চলে আসেন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) । এসময় উপস্থিত ছিলেন বিবিসিএফ এর কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও সাংবাদিক ফজলে রাব্বী, নলডাঙ্গা উপজেলার প্রাণী সম্পদ কার্যালয়ের এ আই টেকনিশিয়ান মিজানুর রহমান, পরিবেশ কর্মী কামাল হোসেন সহ প্রমূখ।