বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বড়াল সভা কক্ষে উপজেলা নির্বাহি কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) সুরাইয়া মমতাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী ও মহিলা ভাইস-চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা। বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্যামল কুমার রায়, আজাদ হোসেন সরকার, আজিজুর রহমান প্রমুখ। এ সময় মোট ১৪৪ জন মুক্তিযোদ্ধাদের মধ্যে জীবিত ৬২ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মাট কার্ড এবং ৫২ জন মৃত মুক্তিযোদ্ধাদের ওয়ারিশদের মাঝে শুধু সার্টিফিকেট বিতরণ করা হয়।