প্রান্তজন রিপোর্ট: বাংলাদেশ আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশে কোন গৃহহীন-ভূমিহীন থাকবে না। কিন্তু এই আগস্ট মাসে ঘাতকদের বুলেটে জীবন দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তার সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয় প্রকল্পে জননেত্রী শেখ হাসিনার আবেগ-অনুভূতি জড়িত। আমরা প্রধানমন্ত্রীর উপহার ঘরে সাধারণ মানুষ কেমন আছে, সেই খোঁজ-খবর নিতে এসেছি। বৃহস্পতিবার বিকেল ৪টায় মুজিববর্ষ উপলক্ষে নাটোরের সিংড়া উপজেলার খেজুরতলায় প্রধানমন্ত্রীর উপহার নির্মিত গৃহের ভূমিহীন ও গৃহহীন পরিবারের খোঁজ-খবর নিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক, সিংড়ার ইউএনও এম.এম সামিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, লালোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরামুল হক শুভ প্রমূখ। পরে সেখানে ঔষধি ও ফলজ বৃক্ষ রোপণ করা হয়।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত গণমাধ্যম কর্মীদের বলেন, সিংড়া উপজেলার এক হাজার ২৯০ জন আশ্রয়হীন অসহায় পরিবারকে আশ্রয় এর ঠিকানা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকে হত্যার পর তার স্বপ্ন বাস্তবায়ন করছেন তিনি। শেখ হাসিনা বলেছেন, তিনি ভোটের নয় ত্যাগের রাজনীতি করেন। প্রধানমন্ত্রীর নির্দেশেই আমরা অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।