বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের নাটোর জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেন। বুধবার (২৪ আগস্ট) আইন ও বিচার বিভাগের দ্বিতীয় ও সপ্তম ব্যাচের শিক্ষার্থীদের একাডেমিক কারিকুলাম এর অংশ হিসেবে এক দিনের শিক্ষা সফর করেন তারা। শিক্ষার্থীরা জেলা ও দায়রা জজ আদালত, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, নাটোর সদর, গুরুদাসপুর ও সিংড়া সহকারী জজ আদালত এ সরাসরি বিচারিক কার্য সরেজমিনে দেখেন। পরে শিক্ষার্থীরা জেলা বার লাইব্রেরি এবং নকল শাখা পরিদর্শন করেন। শিক্ষার্থীদের মামলা রায়ের নকল কপি কিভাবে তুলতে হয় এবং নকল কপির প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সংশ্লিষ্ট আইজীবী ও কর্মকর্তাগণ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন । পরিদর্শনের সময় শিক্ষার্থীদের সাথে ছিলেন আইন ও বিচার বিভাগের প্রধান ড. মোঃ শহীদুল ইসলাম ও ব্যাচ এডভাইজার প্রভাষক মোতাসিম বিল্লাহ।






