প্রান্তজন রিপোর্ট: নাটোর জেলা আওয়ামীলীগের আয়োজনে স্থানীয় কানাইখালি এলাকায় শোক সমাবেশ পালন। শোক সমাবেশ পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান। উক্ত সমাবেশে জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি, নাটোর জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডঃ এম মালেক শেখ সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
নাটোরে শোক সভায় আওয়ামীলীগের নেতৃবৃন্দ বলেছেন, আগামী নির্বাচন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই হবে। আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারবেন, পুলিশ মারবেন সেটা হতে দেওয়া হবে না। মাঠে এবং ব্যালটে আমরাই থাকবো। বিএনপির কোন লাফালাফি করে কাজ হবেনা। বেশি লাফালাফি করলে এই দেশে হয় মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি থাকবে, না হয় স্বাধীনতার বিপক্ষের শক্তি থাকবে।