নলডাঙ্গা প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলায় ১১৮ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড প্রদান করা হয়েছে। বুধবার (২৪ আগষ্ট) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুখময় সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ হাকিম উদ্দিন, ডেপুটি কমান্ডার নুরুল ইসলাম সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধাগণ, বীরঙ্গণা, মুক্তিযোদ্ধার স্ত্রী-সন্তান, সাংবাদিক প্রমুখ। বিতরণ অনুষ্ঠানে জীবিত ৬৯ জন বীরমুক্তিযোদ্ধা ও ৮ জন বীরাঙ্গণাকে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড এবং মৃত ৪৯ জন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী-সন্তানদের হাতে ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হয়।