গুরুদাসপুর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল হোসেন (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে গুরুদাসপুর পৌর সদরের তালুকদার পাড়া মহল্লায় এই দূর্ঘটনা ঘটে। শাকিল চাঁচকৈড় মধ্যমপাড়ার শবিদুল ইসলামে ছেলে। স্থানীয়রা জানান, শাকিল পৌর সদরের তালুকদার পাড়ায় সোহেল তালুকদারের ভবনে একটি বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন। কিন্তু সেখানে বিদ্যুৎ সঞ্চালনের প্রধান তারের পাশে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে কাজ চলছিল। এক পর্যায়ে নির্মাণাধীন ভবনের তিনতলায় বাঁশ বেয়ে উঠার সময় বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে নীচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।