প্রান্তজন রিপোর্ট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভা করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নাটোর সদর উপজেলা শাখা।
মঙ্গলবার (১৬ই আগস্ট) বিকালে নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের মাঝদিঘা এলাকায় এ শোকসভার আয়োজন করা হয়। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সদর উপজেলা সভাপতি সাজেদুর রহমান সেলিমের সভাপতিত্বে শোকসভায় আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক এস এম আবু বকর, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. কামরুজ্জামান, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী ও সংগঠনের জেলা সাধারণ সম্পাদক এডভোকেট এম মালেক শেখ।
এ সময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার মধ্যদিয়ে স্বাধীনতা বিরোধীরা দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর যে অপচেষ্টা চালিয়েছিলো, তা এখনো অব্যাহত আছে। এ চেষ্টাকে পুরোপুরি নস্যাৎ করতে রাষ্ট্রাক্ষমতায় আওয়ামী লীগের থাকার কোনো বিকল্প নেই। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে, দেশকে সঠিক পথে পরিচালনার জন্য শেখ হাসিনাই উপযুক্ত কাণ্ডারী।
উল্লেখ্য শোকসভা সঞ্চালনা করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সদর উপজেলা সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান।






