সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় বাস চাপায় অজ্ঞাত পরিচয় (৫৫) এক পথচারী নিহত হয়েছেন। রোববার (১৪ আগষ্ট) দুপুর দুইটার সময় উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের আজর দরগা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম পরিচয় এখনও সনাক্ত করা যায়নি। হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর (পরিদর্শক) এ এম এম মাসুদ এ তথ্য নিশ্চিত করে জানান, আজ দুপুরের দিকে অজ্ঞাত পরিচয় ওই পথচারী নাটোর-বগুড়া মহাসড়কের আজকে দরগা এলাকায় পায়ে হেটে যাচ্ছিলেন। এসময় একটি দ্রুতগামি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মুখমন্ডল থেতলে যাওয়ায় তার পরিচয় সনাক্ত করা সম্ভব হচ্ছে না। তবে আশপাশের লোকজন ওস্থানীয় রামানন্দ খাজুরা ইউপি চেয়ারম্যানকে পরিচয় সনাক্তে সহযোগিতা করার জন্য বলা হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে পরবর্তী প্রক্রিয়া গ্রহণ করা হবে বলে জানান তিনি।