প্রকৃতি মাতাল হলে, মানুষ কেন বলো হবে না উন্মাদ?
হরিশপুরের আকাশে মেঘফুঁড়ে দেখা দেয় পূর্ণ সে চাঁদ।
কালজয়ী কবিতা এক,কি লেখা আছে,পড়ো একবার
মেঘ আর চাঁদ মিলে আকাশের গায়ে একি! শব্দসম্ভার।
কে কবি লিখেছে কবে এমন কবিতা? কোন সে বইয়ে?
এমন শব্দচয়নে কতকাল কতযুগ যায় পার হয়ে!
তবুও হয় না এমন, তবুও রয় না এমন, সুরময় গান
কতটা ধৈর্যে চাঁদ মেঘঠেলে পাড়ি দেয় আঁধার সোপান?
প্রকৃতি থেকেই মানুষের শিক্ষা যত, রূপ রস গন্ধ স্বাদ!
প্রকৃতি মাতাল হলে, মানুষ কেন বলো হবে না উন্মাদ?