লালপুর প্রতিনিধি: উৎপাদন বৃদ্ধি ও উন্নয়ন কর্মকান্ড জোরদার সহ স্থায়ী শ্রমিকদের পদন্নোতি, মৌসুমি শ্রমিকদের চাকুরিতে স্থায়ীকরণ, অবসর প্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের অবসর ভাতার টাকা প্রদান ও অভ্যন্তরীণ শ্রমিক নিয়োগে স্বচ্ছতার দাবিতে গেট মিটিং (ফটক সভা) ও বিক্ষোভ মিছিল করেছে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক কর্মচারীরা।
বৃহস্পতিবার সকাল ১০ টায় নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি খন্দকার শহিদুল ইসলামের সভাপতিত্বে গেট মিটিং এ বক্তব্য রাখেন, সিবিএ সাধারণ সম্পাদক আব্দুল মমিন, সহ-সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল হাই, সাবেক অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রমিক নেতা সমির পাল প্রমুখ। বক্তারা বলেন, দুর্নীতি ও অনিয়ম দুর হলে চিনিকলের লোকসান অনেকাংশে কমে আসবে। ইতোমধ্যেই নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষি খামার গুলোতে লাভের মুখ দেখা যাচ্ছে।