লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে গ্রীন ভ্যালী পার্ক কর্তৃপক্ষের আয়োজনে এক মতবিনিময় সভায় স্থানীয় সংবাদকর্মীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার পার্কের পারিজাত চত্বের এই মেলা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আরজুমান্দ বানু পুস্প, পরিচালক আবু বক্কর সিদ্দিক পলাশ, শামসুজ্জোহা, সুলতানুজ্জামান টিপু। এছাড়া সাংবাদিক মুক্তার হোসেন, আব্দুল করিম, ইমাম হাসান মুক্তি, একে আজাদ সেন্টু, মোজাম্মেল হক, সাহীন ইসলাম, শাহ্আলম সেলিম, মাজহারুল ইসলাম লিটন, আব্দুল মোত্তালেব রায়হান ,মোয়াজ্জেম হোসেন সহ উপজেলার ৪ টি প্রেসক্লাবের ৭০ জন সংবাদকর্মী মতবিনিময় অনুষ্ঠানে সমবেত হয়। এসময় বক্তারা পার্কের উন্নয়নমূলক কাজের জন্য বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন।