গুরুদাসপুর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে ঠিকানাহীন মানুষের পুনর্বাসনের জন্য বৃ-চাপিলা আশ্রয়ণ-২ প্রকল্পের ২২টি ব্যারাক হাউজ হস্তান্তর করে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন। এ উপলক্ষে সোমবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১ টায় বৃ-চাপিলার ওই ব্যারাক হাউজ চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল কুদ্দুস এমপি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্যাপ্টেন রাফিদ সাদমান আজাদ, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ভুট্টু প্রমূখ। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান, ইউপি সদস্য আব্দুল হান্নানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ৫ একর ৩৪ শতাংশ জমির উপর নির্মিত ২২টি ব্যারাক হাউজের চাবি উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন রাফিদ সাদমান আজাদ। ওই ব্যারাক হাউজে ঠিকানাহীন অসহায় ১১০টি পরিবারের পুনর্বাসন হবে।