লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে গোপালপুর ডিগ্রি পাস অনার্স কলেজের অধ্যক্ষ আকরাম হোসেনের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে কলেজের আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠে এই সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা র্নিবাহী অফিসার শামীমা সুলতানা , আওয়ামীলগ নেতা লে: কর্ণেল (অব:) রমজান আলী সরকার প্রমুখ। অধ্যক্ষ আকরাম হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। হৃদ রোগে আক্রান্ত হয়ে তিনি গত ১৯ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানা গেছে।