সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ২০২১- ২২ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সিংড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সহকারী কমিশনার ভূমি আল ইমরানের সভাপতিত্বে আলোচনা সভা ও বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন সহ আরো অনেকে। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সেলিম রেজা। উল্লেখ্য, ১৩০০ কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএফপি, ১০ কেজি এমওপি সার দেয়া হয়।






