প্রান্তজন রিপোর্ট: গতকাল নাটোরে এডভোকেট ক্লার্ক এসোসিয়েশন এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
নতুন বারভবনে অনুষ্ঠিত নির্বাচনে মোঃ বাবর আলী শাহ বাবু সভাপতি পদে ১৫৮ ভোট এবং সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব মোঃ ফরিদ উদ্দিন ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ মজিবর রহমান ভূঁইয়া ১১৪ ভোট, জুনিয়র সহ-সভাপতি পদে মোঃ সাজেদুর রহমান বাবু ১২৩ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সৌমেন্দ্র নাথ ভট্টাচার্য্য পার্থ ১০৩ ভোট, নিরীক্ষণ সম্পাদক পদে মোঃ রমজান আলী ১১৬ ভোট এবং প্রচার সম্পাদক পদে শ্রী বিমল কুমার দাস ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপ্যায়ন সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক পদে প্রদীপ মজুমদার, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ ফিরোজ গাজী, দপ্তর সম্পাদক পদে আঃ জলিল নির্বাচিত হয়েছে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. রুহুল আমীন তালুকদার টগর, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এম মালেক শেখ এবং সিনিয়র আইনজীবী খগেন্দ্রনাথ রায়।
উল্লেখ্য নির্বাচনে ২০৫ জন ভোটারের ২০৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।






