লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার রামপাড়া স্কুল এন্ড কলেজে নিয়ম বহির্ভূতভাবে ম্যানেজিং কমিটি গঠন করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে তারা। মানববন্ধনে দুড়দুড়িযা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ওই শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ইদ্রিস আলী লালু বলেন, এডহক কমিটি থাকা কালীন সময়ে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কিন্তু প্রধান শিক্ষক নির্বাচন না দিয়ে অবৈধ ও নিয়ম বহির্ভূতভাবে গোপনে ম্যানেজিং কমিটি গঠন করেছেন। অবিলম্বে ওই কমিটি বাতিল করে সঠিক নিয়মে ম্যানেজিং কমিটি গঠনের দাবি জানান তিনি। এ বিষয়ে রামপাড়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হযরত আলী জানান, সকল নিয়ম মেনে কমিটি করা হয়েছে।