লালপুর প্রতিনিধি: নাটোরের জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ও লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমম্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮জুন) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম চৌধুরী, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, এবি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম প্রমুখ।






