সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক। এ সময় আরো বক্তব্য রাখেন, সিংড়া থানার অফিসার তদন্ত (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম কামরান, শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান রুবেল, কলম ইউপি চেয়ারম্যান মঈনুল হক চুনু, শুকাশ ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, চামারী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন। উপস্থিত ছিলেন সিংড়া মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি খলিল মাহমুদ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।