সিংড়া প্রতিনিধি: কৃষক ও সাধারণ মানুষকে উৎসাহিত করতে নাটোরের সিংড়া উপজেলার প্রত্যেক গ্রামে বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ করেছে কৃষি বিভাগ। আজ বিকাল ৪টায় উপজেলার জোলারবাতা এলাকায় কাশফুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে একটি ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ মো. সেলিম রেজা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান, পরিবেশ কর্মী সাইফুল ইসলাম, সাংবাদিক সৌরভ সোহরাব প্রমূখ।
কৃষি কর্মকতা কৃষিবিদ মো. সেলিম রেজা বলেন, এখন আষাঢ় মাস। বৃক্ষ রোপণের উপযুক্ত সময়। প্রকৃতি ও পরিবেশের জন্য এবং সাধারণ মানুষকে উৎসাহিত করতে উপজেলার ৪৩৯ টি গ্রামেই কৃষি বিভাগের পক্ষ থেকে একটি ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হবে।