বাগাতিপাড়া প্রতিনিধি: বাগাতিপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ২০২১-২২ অর্থ বছরে ২০২১-২২ এর আওতায় খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের বীজ সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। বুধবার উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল এর সভাপতিত্বে ৭০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা কৃষি অফিসার মুমরেজ আলী, উপজেলা ছাত্রলীগের সাধরণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা, বিটিভির নাটোর জেলা প্রতিনিধি জালাল উদ্দীন ও বাগাতিপাড়া কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম।