লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের সাথে জড়িত জেলা পরিষদের সাবেক সদস্য মতিউর রহমান ওরফে মতি, ঠিকাদার শরিফুল ইসলাম, বনপাড়ার ঠিকাদার আব্দুল্লাহ আল মামুন ও মোস্তফা বেপারীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত। রবিবার দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোসলেম উদ্দিন পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে শুনানী শেষে ওই চারজনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার আদেশ জারি করেন।
আগামী ১৮ জুলাই মামলার পরবর্তী দিন ধার্য্য করা হয়েছে। এরআগে বালু উত্তোলনের সাথে জড়িত চারজনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন নাটোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক নিতাই কুমার সাহা। উল্লেখ্য পদ্মা নদীর চর থেকে অব্যধভাবে বালু উত্তোলনের খবর বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডয়ায় প্রকাশ হলে আদালত বালু উত্তোলনে কারা জড়িত তাদের খুজে বের করে প্রতিবেদন জমা দিতে আদেশ দেন পিবিআইকে। সে মোতাবেক পিবিআই তদন্ত শেষ করে গত বৃহস্পতিবার ওই চার জনের বিরুদ্ধ ছয় পাতার এই তদন্ত প্রতিবেদন দাখিল করলে আদালত রবিবার শুনানির দিন ধার্য করে। রবিবার শুনানি শেষে তাদের বিরুদ্ধে গ্রফতারী পরোয়ানা জারি করে আদালত।






