প্রান্তজন রিপোর্ট: নাটোরে বিশ্ব সাহিত্য কেন্দ্র নাটোর শাখার একাদশ শ্রেণির বইপড়া কর্মসূচীর পাঠকদের মাঝে বই উপহার প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে বিশিষ্ট লেখক-শিল্পী আসলাম লিটন এর লেখা প্রান্তজন প্রকাশিত বই ‘ডানপিটে’ এবং ইঁতিভূত চিঁহিভূত’ বইপড়া কর্মসূচীর ১৮জন পাঠককে উপহার দেন নাটোর হতে প্রকাশিত দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক মোঃ সাজেদুর রহমান সেলিম। ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত আয়োজনে উপস্থিত ছিলেন প্রফেসর আশীষ সান্যাল, বিশিষ্ট ছড়াকার কামাল খাঁ, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ আলতাব হোসেন, কসমস এনজিও নির্বাহী মেহনাজ মালা প্রমুখ। এ সময় বক্তারা শিশু-কিশোরদের মানসিক বিকাশ ও সৃজনশীল মনোজগৎ তৈরিতে বইপাঠে মনোযোগী হতে উৎসাহ দেন।






