লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে ইমো হ্যাকার চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব-৫ এর সদস্যরা। আটককৃতরা হলো উপজেলার মোহরকয়া গ্রামের শাহাবুল ইসলামের ছেলে মেহেদী হাসান রনি (২৫), ইয়াছিন আলীর ছেলে রবিউল ইসলাম (২২), ও নাকশষা গ্রামের সাজদার রহমানের ছেলে আরিফুল ইসলাম (৩০)। সোমবার দিবা গত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার মহারাজপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক কে র্যাব। এসময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল, নয়টি সিমকার্ড ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে লালপুর থানায় মামলা হয়েছে।