লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে দুটি মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে জীবন হোসেন (২৫) নামের এক মোটর সাইকেল চালক্ল নিহত হয়েছে। এ ঘটনায় সেলিম রেজা নামক অপর মোটর সাইকেল চালক আহত হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার গোপলপুর পৌরসভার গোপালপুর-দুয়ারিয়া সড়কের মধুবাড়ী উত্তরা সিনেমা হল এর নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত জীবন হোসেন গোপালপুর পৌরসভা এলাকার কেশবপুর গ্রামের মৃত মোকলেছুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়. জীবন মোটর সাইকেল নিয়ে গোপালপুর প্যেরসভা থেকে রেলগেটের দিকে আসার পথে উক্ত স্থানে প্যেছালে বিপরীত দিক থেকে আসা অপর মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটর সাইকেলের চালকই আহত হয়। সাথে সাথে স্থানীয়রা ঘটনাস্থল থেকে জীবনকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। রাত ৯ টার সময়কেশবপুর উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।






