নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার সেনভাগ লক্ষীকুল গ্রামের বাসিন্দা মোছাঃ আনোয়ারা বেগম(৪০)। কয়েকদিন আগে তার ছেলে মায়ের বিকাশ একাউন্টে নয় হাজার টাকা পাঠান। ক্যাশ আউটের সময় ডিজিট ভুলের কারণে সেই টাকা অন্য বিকাশ অ্যাকাউন্টে চলে যায়। শনিবার(১৯ ফেব্রুয়ারি) টাকাটি উদ্ধার করে আনোয়ারা বেগমের হাতে টাকা তুলে দেন নলডাঙ্গা থানা পুলিশ।
নলডাঙ্গা থানা সূত্রে জানা যায়, ক্যাশ আউট করার সময় একটি ডিজিটের ভুলের কারণে অন্য একজনের বিকাশ অ্যাকাউন্টে চলে যায় টাকাটি। পরর্বতীতে ঐ বিকাশ নম্বরে যোগাযোগ করলে, প্রথমে টাকাটি ফেরত দিতে চাইলেও পরে নম্বরটি উনি একেবারেই বন্ধ করে দিলে, অসহায় হয়ে পড়েন গার্মেন্টস কর্মীর মা, আনোয়ারা বেগম। পরে তিনি নলডাঙ্গা থানায় এসে ডায়েরি করেন। পরে টাকাটি উদ্ধার করেন, নলডাঙ্গা থানার চৌকস এএসআই মোঃ জসিম উদ্দিন। শনিবার আনোয়ারা বেগমের হাতে টাকা তুলে দেন নলডাঙ্গা থানা পুলিশ। আনোয়ারা বেগম বলেন, পুলিশের একান্ত সহযোগিতায় টাকা ফেরত পেয়ে আমি খুব খুশি। নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, সর্বোচ্চ চেষ্টা ও মানবিক দ্বায়বদ্ধতা থেকেই আমরা এই টাকা উদ্ধার করতে পেরেছি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যেকোন সমস্যা সমাধানে নলডাঙ্গা থানা পুলিশ সকলের পাশে থাকবে।