নাটোর প্রতিনিধি: নাটোরে জনতা ব্যাংক লিঃ গণতান্ত্রিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জনতা ব্যাংক প্রধান শাখায় সিবিএ ভোটাররা ভোট প্রদান করেন এবং দুপুরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে মোঃ মহির উদ্দিন বিজয়ী হয়। জেলার সভাপতি জুলফিকার আলীর মৃত্যুতে সভাপতি পদ টি শূন্য হয়। নির্বাচন পরিচালনা করেন জাতীয় শ্রমিক লীগ নাটোর জেলা শাখার সভাপতি মোঃ মইনুল হক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান ও আব্দুল মান্নান। নির্বাচনের সার্বিক দায়িত্বে ছি্েরলন নাটোর জনতা ব্যাংক লিঃ গণতান্ত্রিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আসাদুল ইসলাম। বক্তব্য রাখেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের নাটোর জেলা শাখার সদস্য সচিব মোঃ জাকির হোসেন, জনতা ব্যাংকার্স পরিষদের নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল ইসলাম, বিজয়ী সভাপতি মোঃ মহির উদ্দিন ও মোঃ ফজের আলী।






