লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ১০ নং কদিমচিলান ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত ০৮ নং ওয়ার্ড ঘাটচিলান ইব্রাহিমের বাড়ী সংলগ্ন উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্টানে সংরক্ষিত সদস্য ফরিদা পারভীনের সভাপতিত্বে ও অত্র ইউনিয়ন পরিষদের সচিব শ্রী- সঞ্জয় কুমার চাকী সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং কদিমচিলান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছারুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন কদিমচিলান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক মাজেদুর ইসলাম। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।






