বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় থানার মোড় আব্দুল খালেক সরকার এবং পারভীনের দুই ছেলে দুই মেয়ে। তাদের বড় ছেলে মিজানুর রহমান ডালিম সরকার তিন বছর সৌদি প্রবাসে জীবন পার করে দেশে ফিরে ১১ বিঘা জমি লিজ নিয়ে টাঙ্গাইলা লেবুর বাগান করেন। বিশ মাস পর থেকে শুরু হয় তার আয়ের উৎস। সাথী ফসল হিসেবে পেঁপে, কলা, ঝিঙ্গা, মিষ্টি কুমড়া চাষ করে ও লেবু চাষে তার পাঁচ মাসে আয় হয় ১ লক্ষ ২০ হাজার এবং অন্যান্য ফসল থেকে আসে আরো ৫০ হাজার। ফরমালিন ও বিষ মুক্ত লেবু ও তাঁর অন্যান্য সবজির চাহিদা রয়েছে বাজারে। ডালিম সরকার জানায় দুই বেকার যুবককে তার বাগানে চাকুরী দিয়েছেন। পরিশ্রম করলে আমার দেশে বঙ্গবন্ধুর সোনার বাংলায় অনেক কিছু করা সম্ভব। বিদেশের মাটির তুলনায় আমার বাংলাদেশের মাটি অনেক উর্বর।






