মো. আশিকুর রহমান টুটুল: কবির ভাষায় ‘ফাগুন আসে শীত তাড়িয়ে, আগুন ঝরা রোদে, সবুজ সতেজ পাতা গজে বৃক্ষের শিখরেতে’ পঙক্তিটি কবি মোহাম্মদ শাহীনুজ্জামান এর ফাগুনের আগমন কবিতা থেকে নেওয়া। মাঘ শেষে প্রকৃতিতে বইতে শুরু করেছে ফাল্গুনের হাওয়া। ষড়ঋতুর দেশ বাংলাদেশে বছর ঘুরে প্রকৃতির তার নানা পরিবর্তন পেরিয়ে আবার সেজেছে নতুন রূপে। দুই মাস অন্তর অন্তর ঋতু বদলায় তার রূপ, রং আর সৌন্দর্য। দুই মাস আগের প্রকৃতি আর আজকের প্রকৃতির মধ্যে অনেক পার্থক্য। বসন্তের হাওয়ায় শিমুল ও পলাশ গাছে ফুটতে শুরু করেছে ফুল। বসন্তের বার্তা নিয়ে পলাশ গাছের কলি খাওয়ায় মেতে উঠেছে রাঙ্গা টিয়া। সেই সাথে আম, লিচু গাছে গুলিতে মুকুলে মুকুলে ভরপুর। লালপুর উপজেলার সড়কের দুই ধারের শিমুল গাছগুলিতে নতুন কুড়ি ও লাল ফুলে প্রকৃতি যেন অনাবিল আনন্দ ও নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমিতে পরিণত হয়েছে। ঋতুরাজ বসন্ত তার আগমনী বার্তা নিয়ে প্রকৃতির দরজায় কড়া নাড়ছে। পৌষ আর মাঘের শীতার্ত দিনগুলোর পরে ফাগুন মাসের প্রথম দিনে বাঙ্গালি বরণ করে নেবে তাদের প্রিয় বসন্তকে। ঋতুরাজখ্যাত বসন্তের আগমনে প্রকৃতি যেন ফিরে পায় তার চিরায়ত রূপ, সৌন্দর্য। শীতের শীর্ণতায় ঝরা পাতাগুলো ফাগুনের ঝিরিঝিরি দখিনা বাতাসে অল্প অল্প বাতাসে উড়ছে। নবপত্রপল্লবে শোভিত হয়ে উঠছে বনরাজি, ফুলের বাগান। বাংলার শ্রীযুক্ত নৈসর্গিক প্রকৃতিতে ফাগুনের মাতাল হাওয়া দোলা দিয়েছে। বসন্তের ছোঁয়ায় প্রকৃতি যেন নতুনরূপে সাজবে। দীর্ঘ প্রতীক্ষার পর তরুণ মনে লাগছে বসন্তের ছোঁয়া, চারদিকে যেন সাজ সাজ রব। গাছ-গাছালির কচি পাতার দোলায় দোলে প্রকৃতি, তারই সঙ্গে দোলে মানবাবেগী মন। নবাগত প্রাণের সতেজতা ফিরে পায় ফাগুনের হাওয়ায়। ঋতুরাজ বসন্তের আগমন যেন প্রত্যেকের হৃদয়কে করে উচাটন। বসন্তের আগমনে হৃদয়ে জাগে মধুময় বসন্ত, ফুলের বসন্ত, আনন্দ, উচ্ছ্াস, প্রফুল্লতা ও উদ্বেলতায় মন কেড়ে নেওয়ার বসন্ত, বাঙ্গালি জাতিসত্তায় আনে মুগ্ধতার পরশ। ফাল্গুনের আগুনে শীতের তীব্র রুক্ষতা কেটে পাতা ঝড়া বৃৃক্ষ মেহগুনি ও কড়ই গাছ গুলি প্রকৃতির আদরমাখা স্পর্শে জেগে উঠেছে। মাথায় দেখা দিয়েছে সবুজ পাতা, কুলি ও ফুল। শীতের রুক্ষতা কাটিয়ে প্রকৃতি ফিরে পেতে চলছে ফুল, ফল ও সবুজের এক অপরূপ সমারহ যা এনে দিয়েছে বসন্ত। পলাশ ও শিমুলের প্রস্ফুটিত হাসিতে শিমুল বনে যেন লেগেছে লেলিহান লাল রঙ্গের আগুনের ছোঁয়া। বসন্তের কোকিলও তার মিষ্টি কুহুতানে মাতাল করতে এসেছে ঋতুরাজ বসন্তের সবুজ-শ্যামল বাংলায়। বসন্তে প্রকৃতি সেজে উঠছে নানা রঙ্গে। ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতির মতো মানুষের মনেও ছড়িয়ে পড়ে বসন্তের রঙ্গ। বসন্তকে বরণ করে নিতে তাই প্রকৃতির রঙ্গে রঙ্গ মিলিয়ে সবাই মেতে ওঠে উৎসবে। বসন্ত আজ এসেছে ফুলবনে, পাতায় পাতায় পল্লবে, পল্লবে। ডালে ডালে পলাশ, শিমুল আর বকুলের সৌরভে শীতের ঝড়া পাতার মর্মরে মর্মরে আজ থেকে ধ্বনিত হবে বসন্তের কোকিলের কুহু কুহু তান। ‘ফুল ফুটুক-আর নাই বা ফুটুক-আজ বসন্ত।’ বাঙ্গালির প্রিয় কবি সুভাষ মুখোপাধ্যায় বসন্তকে প্রতিভাত করে গেছেন এই একটি বাক্যেই।