নাটোর প্রতিনিধি: নাটোরে ৪ লক্ষ ৬৪ হাজার ৫শ টি পুনরায় ব্যবহার যোগ্য পরিবেশ বান্ধব সুতি মাস্ক বিতরণ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল পৌনে ১০টার দিকে ব্র্যাকের আয়োজনে ও ‘হ্যান্স ব্র্যান্ডস ইনক’ নামের দাতা সংস্থার অর্থায়নে জেলা প্রশাসন কার্যালয়ের হলরুমে এই মাস্ক বিতরণ অবহিতকরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শামিম আহমেদ। তাছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়ক লাইলুন নাহার, স্বাস্থ্য কর্মসূচী এলাকা ব্যবস্থাপক শাহীনুর ইসলাম, মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর আঞ্চলিক ব্যবস্থাপক গৌতম সরকার, এসসিডিপি আঞ্চলিক ব্যবস্থাপক টিপু সুলতান, মাইক্রোফাইন্যান্স শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুর রশিদ প্রমুখ।
অবহিতকরণ সভায় জেলা প্রশাসকের নিকট থেকে জেলার ৭ উপজেলায় ব্র্যাক প্রদত্ত ৪ লক্ষ ৬৪ হাজার ৫’শটি সুতির মাস্ক বিতরণের অনুমতি নেয়া হয়। এর মধ্যে নাটোর সদর উপজেলায় ১ লক্ষ ৯৫ হাজার, বাগাতিপাড়ায় ৪০ হাজার, সিংড়ায় ৭১ হাজার, গুরুদাসপুরে ৪৬ হাজার ৫শ, বড়াইগ্রামে ৫২ হাজার ৫শ ও লালপুরে ৫৯ হাজার ৫’শ টি পুনরায় ব্যবহারযোগ্য সুতি মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছে ব্র্যাক।