সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। রবিবার সকাল ১১ টায় উপজেলা কৃষি হলরুমে দৈনিক আমার সংবাদ পত্রিকার সিংড়া উপজেলা প্রতিনিধি খলিল মাহমুদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সেলিম রেজা, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সিংড়া পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুব আলম বাবু, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ। উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক লীগের নেতা ইসাহক আলী পান্না, মডেল প্রেসক্লাবের সহ সভাপতি এএইচ এম আরিফ, সাংগঠনিক সম্পাদক রবিন খান, কোষাধ্যক্ষ লিটন আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলে রাব্বি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শুভ সরকার, সদস্য সুজিত দাস প্রমুখ।