গুরুদাসপুর প্রতিনিধি: না ফেরার দেশে পাড়ি জমালেন নাটোরের গুরুদাসপুরের সবচেয়ে বয়স্ক মহিলা মেহের নেগার। ১২০ বছর বয়স হয়েছিল তার। উপজেলার চাঁচকৈড় আনন্দনগর গ্রামের মৃত সাধু শাহর স্ত্রী তিনি। তার জীবদ্দশায় দুই মেয়ে মনোয়ারা ও সুখিমন থেকে ৫০ জন নাতি নাতনি ও নাতি-নাতনির সন্তান রেখে গেছেন। তার বড় নাতি মোন্তাজ শাহর বয়স প্রায় ৭০ বছর। মরহুমার নাতির ছেলে জাহিদুল ইসলাম (৪৫) জানান, মেহের নেগারকে জীবিতকালে দূর গাঁয়ের অনেকে দেখতে আসতেন। বয়সের ভারে একটু হামাগুড়ি দিয়ে হাঁটলেও সুস্থ ছিলেন তিনি। জুমার নামাজ অন্তে আনন্দনগর কেন্দ্রীয় কবরস্থানে জানাজা নামাজ শেষে তার মরদেহ দাফন করা হয়।






