রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা সময় শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে বেলুন ফেস্টুন উড়িয়ে এ ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার ও বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সভাপতি এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ওয়াহেদুন নবী অনু, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ রাজশাহীর যুগ্ম আহবায়ক ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা, সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, স্থানীয় দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী প্রমুখ। এর আগে উপস্থিত অতিথিবৃন্দ বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এবারের ক্রিকেট প্রতিযোগীতায় রাজশাহীর মোট ১০টি ক্লাব অংশগ্রহণ করছে।






