গুরুদাসপুর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরের ধারাবারিষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে ইউনিয়নের খাকড়াদহ এলাকায় ওই সংঘর্ষ ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধ রিপন আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং বাকি ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, খাকড়াদহ এলাকার আ’লীগ সমর্থক রিপন আলী ও হাবিব মন্ডলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় দেশীয় অস্ত্র ব্যবহার ও গুলি বর্ষণ করা হয়। সংঘর্ষে রিপন সমর্থকের রিপন আলী (৩৮) গুলিবিদ্ধ, মকলেছুর রহমান (৪০) ও হেলাল হোসেন (৪৫) দেশীয় অস্ত্রের আঘাতে আহত হয়। অপরদিকে হাবিব সমর্থকের আরিফ হোসেন (৩২) আহত হন। খবর পেয়ে আহতদের দেখতে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান জেলা আওয়ামীলীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস এমপি। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি ধারাবারিষা গ্রামে একটি জানাজা নামাজ শেষে বাড়ি ফেরার পথে সাবেক গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সভাপতি মো.আব্দুল আজিজকে পিটিয়ে হত্যার চেষ্টা করেন আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম ও তার সাঙ্গপাঙ্গরা। আব্দুল আজিজ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার মাথায় ৩৩টি সেলাই করা হয়েছে। বাম পায়ের রগ কেটে গেছে বলে বিএনপি’র মহাসচিব মো. ফখরুল ইসলাম বলেছেন। আবার ৫ জানুয়ারী পঞ্চম ধাপের ধারাবারিষা ইউপি নির্বাচনের পরের দিন ওই বিএনপি নেতা আজিজের বাড়িঘর ভাঙচুর করেন আমিরুল ও তার লোকজন। একই দিনে বিজয়ী নৌকার সমর্থকরা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাজেদা বেগমের সমর্থক আমানত হাজীসহ বেশ কয়েকজনের বাড়িঘর ভাংচুর করে।এরপর থেকে ওই এলাকায় দাঙ্গা ফ্যাসাদ লেগেই আছে।