প্রান্তজন রিপোর্ট: শোভাযাত্রা, কেক কাটা, পায়রা উড়ানোসহ নানা আয়োজনে ঢাকার বাইরে প্রধানমন্ত্রীর বাসভবন তথা নাটোরের উত্তরা গণভবণের সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে। জাতির জনক ও বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারী গভর্ণর হাউজকে উত্তরা গণভবন নামকরণ করেন।
এর আগে এটি ছিল দিঘাপতিয়া রাজবাড়ি। এই নামকরণের দিন বঙ্গবন্ধু শেখ মুজিব এখানে একটি হৈমন্তি ফুলের চারা রোপণ করেন যা এখনো সুবাশ ছড়াচ্ছে গণভবন জুড়ে। সে সময় তার সফর সঙ্গী ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫০ বছর পূর্তির দিনটিকে স্মরণীয় করে রাখতে রাতে আলোকসজ্জা করা হয়। সকালে জেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং স্বেচ্ছাসেবী সংগঠন খোলা জানালা নানা অনুষ্ঠান মালার আয়োজন করে।
সকালে গণভবনে উপস্থিত দর্শনার্থী ও শিশুদের কে ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক মোঃ শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা অতিথিরা। এছাড়া বর্ণাঢ্য শোভাযাত্রাসহ কেক কাটা হয় গণভবনের সামনে ও মূল ভবনের সামনে। অনুষ্ঠানে সংরক্ষিত নারী এমপি রত্না আহমেদ ও স্থানীয় চেয়ারম্যান শরিফুল ইসলাম বিদ্যুৎসহ জাতির সূর্যসন্তান মুক্তিযোদ্ধা , শিক্ষক, সাংবাদিক রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া পায়রা উড়ানোসহ সুবিধা বঞ্চিত এতিম শিশুদের গণভবনে বিনামূল্যে গণভবন ভ্রমণ করানো হয়। সন্ধ্যায় আতশবাজির আয়োজনও রয়েছে।