নাটোর প্রতিনিধি: নাটোর ও বাগাতিপাড়া পৌরসভার দুই মেয়র ও ২৪ জন কাউন্সিলরের শপথ গ্রহণ অনুষ্ঠান বুধবার বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনার জিএস এম জাফর উল্লাহ দেশের অন্যতম প্রাচীন এই নাটোর পৌরসভার দ্বিতীয় বারের মতো নির্বাচিত মেয়র জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উমা চৌধুরী জলি ও বাগাতিপাড়া পৌরসভার মেয়র বিএনপি নেতা এস এম শরিফুল ইসলাম লেলিন এবং কাউন্সিলরদের আলাদা ভাবে শপথ বাক্য পাঠ করান। পরে রাজশাহী বিভাগীয় কমিশনার জিএস এম জাফর উল্লাহ নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শপথ গ্রহণ অনুষ্ঠানে অনান্যের মধ্যে রাজশাহী বিভাগীয় স্থানীয় সরকার বিভাগের পরিচালক এনামুল হক, উপ পরিচালক চিত্র লেখা নাজনীন ও নাটোরের উপ পরিচালক মোঃ নাদিম সারওয়ার উপস্থিত ছিলেন।