নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। শনিবার রাতে নিজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় । আটককৃতরা হলেন উপজেলার গৌরীপুর গ্রামের মৃত হাসেন আলীর ছেলে ওবায়দুল ইসলাম (৪০) এবং শাহাদ শাকিদারের ছেলে লিটন শাকিদার (৩২)। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল পুলিশের একদল চৌকস বাহিনী উপজেলার গৌরীপুর গ্রামের আশিক উদ্দিনের বাড়ির উত্তর পাশের পাকা রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, অনেক দিন যাবত ওই মাদক ব্যবসায়ীরা বিভিন্নভাবে বাইরে থেকে গাঁজা নিয়ে এসে এলাকায় বিক্রি করতো। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, মাদকদ্রব্য বিষয়ে আমাদের জিরো টলারেন্স এবং এই অভিযান অব্যাহত থাকবে ।






